1. info@www.sokalbela.com : সকাল বেলা :
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগ শুরু হয়েছে -দৈনিক সকালবেলা যুক্তরাষ্ট্রের ভিসানীতি কার্যকর শুরু করায় প্রধামন্ত্রীর সংবাদ সম্মেলন —দৈনিক সকালবেলা মেয়র তাপসের অহংকারী কথা আমরা গুরুত্ব দেই না-মির্জা ফখরুল ইসলাম আলমগীর -দৈনিক সকালবেলা যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচন পর্যবেক্ষণ করবে কিনা তা খতিয়ে দেখতে আগাম পর্যবেক্ষক দল ঢাকায় আসবে বলেছেন -দৈনিক সকালবেলা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান-দৈনিক সকালবেলা ‘আওয়ামী লীগের গুণগান সপ্তম আকাশ ভেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে বলেছেন গোলাম মাওলা রনী-দৈনিক সকালবেলা একজন সত্যিকারের মুক্তিযোদ্ধার করুন পরিনতি-দৈনিক সকালবেলা নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৩নিহত,আহত ৩ জন-দৈনিক সকালবেলা সারাদেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব,সারাদেশে ১২জনের মৃত্যু এবং আক্রান্ত আরও২১২৯ -দৈনিক সকালবেলা সরকার আলু,ডিম ও পেয়াজের দাম নির্ধারন করে দিয়েছেন -দৈনিক সকালবেলা

এ বছর আর হচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩১ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের কারণে গত মার্চ মাসে সব ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যায়। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এক রাউন্ড হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল।

করোনা বিরতির পর বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরেছে। তবে স্থগিত হওয়া ডিপিএলের ম্যাচ এই বছরে হওয়ার কোনো সম্ভবনা নেই।

সোমবার (১৯ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টের প্রধান খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হলে ডিপিএল আর আয়োজন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আগামী বছর জানুয়ারিতে ডিপিএল শুরু হতে পারে বলে জানান তিনি।

সুজন বলেন, ‘এ বছর তো আসলে (ডিপিএল আয়োজন) সম্ভব না। আমরা শুরু করলে জানুয়ারিতে করতে পারি। কারণ টি-টোয়েন্টি লিগটা নিয়ে আমরা অলরেডি কমিটেড। এটা নভেম্বরে শুরু করলে ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে। সে পর্যন্ততো আগে যাই, আমরা তারপরে ক্লাবগুলোকে ট্রেনিং করার সুযোগের ব্যবস্থা করে দিতে হবে। তাদের খেলোয়াড়দের একত্রিত করতে হবে। সে হিসেবে জানুয়ারির প্রথম সপ্তাহ বা ১০ তারিখের আগে মনে হয়না সম্ভব হবে। ‘

আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে। তারা আসলে জাতীয় দলের ক্রিকেটারদের ডিপিএলে খেলা হবে বলে জানিয়েছেন সুজন। তবে যদি ক্লাবগুলো জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া খেলতে না চায় তবে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পরই ডিপিএল শুরু হতে পারে বলে জানান সুজন।

তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ আসলে প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা লিগ খেলবে, এটা আগেও হয়েছে। আমরাতো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো না। আন্তর্জাতিক ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটের মতো হবে, ঘরোয়া ঘরোয়ার মতো হবে। সে ক্ষেত্রে যারা আন্তর্জাতিক খেলবে তারা হয়তো ঘরোয়া খেলতে পারবে না। এটা খুব সহজ ও স্বাভাবিক। কারণ দুটোতো কখনোই এক সাথে করা যাবে না। যদি ক্লাবগুলো চিন্তা করে আমরা আমাদের প্লেয়ার ছাড়া খেলবো না সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পর হয়তো আমাদের চিন্তা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট