বৃহঃবার; মার্চ ১৭, ২০২২ ইং
শফিয়ার রহমান, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ আজ ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিনে কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলা’য় কচাকাটা উপজেলা বাস্তবায়নের লক্ষে দ্বিতীয় বারের মতো পজেটিভ কচাকাটা কতৃক আয়োজিত,
অনুষ্ঠিত হতে যাচ্ছে কেপিএল তথা কচাকাটা প্রিমিয়ারলীগ এর ২য় আসরের গ্রাউন্ড ফাইনাল ম্যাচ।
মুখোমুখি হবে- হাফসা রাইজিং স্টার বনাম শেখ বুলেট চ্যালেন্জার্স। সময়- ১:৩০ মিনিটে, ভ্যেনু কচাকাটা হাইস্কুল মাঠ।
এবারের আয়োজন সাজানো হয়েছিল ৫ টি ইউনিয়ন তথা- কেদার,কচাকাটা,বল্লোভেরখাস, বলদিয়া ও নারায়নপুরের শতাধিক খেলোয়ার বাছাইয়ের মধ্য দিয়ে ৮টি দল’কে নিয়ে অনুষ্ঠিত হয় এবারের ২য় আসর। যে আটটি দল এবারে অংশগ্রহণ করেন –
১.এমটি ফাইটার্স
২. শেখ বুলেট চ্যালেন্জার্স-
৩.ব্যাংক এশিয়া-
৪.রাইতা রাইডার্স
৫. কচাকাটা মিডিয়া কিংস্
৬. হাফজা রাইজিং স্টার
৭.রাব্বি রাহুল ভাইকিংস্
৮. রোহান চোধুরী রাইডার্স
যা গত ২১ শে ফেব্রুয়ারি’তে শুরু হয় প্রথম ম্যাচ।
অনুষ্ঠানের প্রধান অতিথিঃ জনাব মোঃ আ খ ম ওয়াজেদুল কবির রাশেদ, চেয়ারম্যান ১৪ নং কেদার ইউনিয়ন পরিষদ। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোঃ জাহেদুল ইসলাম, অফিসার ইনসার্চ কচাকাটা থানা। ক্রিকেটের মান উন্নয়নের লক্ষে প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে কেপিএল তথা ”কচাকাটা প্রিমিয়ারলীগ” সহ আরও যাকযমকপূর্ণ খেলার আসর । যাতে করে তরুণ ক্রিকেটারদের খেলার প্রতি আগ্রহ বেড়ে যায় এবং মাদক থেকে দূরে থাকতে পারে।