একুশে ফেব্রুয়ারিতে
ইমদাদ সুমন
একুশে ফেব্রুয়ারিতে থমকে যায় গোটা দেশটা
একুশে ফেব্রুয়ারিতে শহীদ ভাইয়েরা ডাকে
একুশে ফেব্রুয়ারিতে বোনেরা কাঁদে
একুশে ফেব্রুয়ারিতে অশ্রুরা কথা বলে।
একুশে ফেব্রুয়ারিতে বেদনার ফুল ফোঁটে
একুশে ফেব্রুয়ারিতে বাউল গানের কলি পাখি ঠোঁটে
একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনার ফুলে ফুলে সাজে
একুশে ফেব্রুয়ারিতে রক্তলাল কৃষ্ণচূড়া ফোঁটে।
একুশে ফেব্রুয়ারিতে মনে পড়ে বায়ান্নর কথা
একুশে ফেব্রুয়ারিতে বুকে লাগে ব্যথা
একুশে ফেব্রুয়ারিতে গাই দেশের গান
আমার ভাইয়ের রক্তে রাঙানো ফেব্রুয়ারির গান।