সাইমুম হাবীব এর ছড়া-
পেটুক মশাই রমজানে
রমজান এলে পেটুক মশাই
লাগাম লাগায় মুখে,
পেট যাতনায় হুতাশ হয়ে
ক্ষুধা মেটায় দুখে।
দিন গড়িয়ে বিকেলবেলা
খেলাটা হয় শুরু,
পেট দাদাকে বুঝিয়ে বলে
একটু ধীরাও গুরু।
ঘন্টা খানেক আছে যখন
ইফতার করার বাকি,
পেটুক মশাই মনে করে
মারা পড়বো নাকি?
কেজি দুয়েক মুড়ির সাথে
খেজুর কয়েক নিয়ে,
গলাগলি চণক মেখে
দিলো টুঁটি দিয়ে।