কৃষক বাঁচবে কি উপায়ে?
সুব্রত দাস
কৃষকের ভাত মারিল বন্যায়,
ওকি হায়রে হায়,
কৃষক এখন বাচঁবে কি উপায়ে?
অরে সারা বছর কষ্ট করে
কৃষক মাঠে করে চাষ,
গোলা ভরে ধান তুলিবে
মনে কত আশ গো
মনে কত আশ।
এই বন্যা করিল সর্বনাশ,
কৃষক করেছে হয়রে হায়,
কৃষক এখন বাঁচবে কি উপায়ে?
সরকার দিচ্ছে বস্তা বস্তা টাকা,
মরেমত করিতে বাধ,
উপরের লোকজন করছে
টাকা আত্যসাধ।
সামান্য অর্থে নরবরে বাঁধ,
ভেঙে যায় একটু ঠেলায়,
কৃষক এখন বাঁচবে কি উপায়ে?
দেশের জত নদী নালা
সব গেছে ভরাট হইয়া,
এখন সামান্য পানিতেই
বন্যায় নেয়রে ভাসাইয়া।
সুব্রতয় কয় মিনতি
করি ওগো বাংলার সরকার
এই বন্যা থেকে রক্ষা পেতে হলে
নদী নাল খুদানো দরকার।
নইলে এমন বন্যা হবে বারবার,
কৃষক বাঁচানো হবে দায়,
কৃষক এখন বাঁচবে কি উপায়?